বড় বোনকে হারিয়ে শেষ আটে সেরেনা

SHARE

sherenaa‘আপনি যাকে ভালোবাসেন তার বিরুদ্ধে লড়াইতে নামা কখনই সহজ কাজ নয়৷ সেটাই করতে হয় আমাদের’৷ মঙ্গলবার এক ঘণ্টা আট মিনিটের লড়াইয়ে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে একথাই বললেন বিশ্বের এক নম্বর সেরেনা৷২০০৯ উইম্বলডনের পর প্রথমবার একে অপরের বিরুদ্ধে সেন্টার কোর্টে মুখোমুখি হয়েছিলেন উইলিয়ামস বোনেরা৷ এই ম্যাচটিকে টুর্নামেন্টের ‘দ্য ম্যাচ’ বলেও আখ্যা দিয়েছেন অনেকেই৷

এদিন প্রত্যাশিত ভাবেই অল ইংল্যান্ড ক্লাবে ম্যাচটা অনায়াসেই নিজের পকেটে পুরে নিলেন সেরেনা৷ এই জয়ের সুবাদেই শেষ আটে জায়গা নিশ্চিত করলেন তিনি৷ ম্যাচে সেরেনার পক্ষে ফল ৬-৪ ৬-৩৷ আগেই মনে করা হচ্ছিল যে উইম্বলডনের আসরে হয়তো এটাই দুই বোনের শেষ সাক্ষাৎ৷ ৩৫ বছরের ভেনাসের কাছে শেষবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি৷ ২০০০ সালে উইম্বলডনের শেষ চারের লড়াইয়ে সেরেনাকে হারিয়ে ছিলেন ভেনাস৷ যদিও শোনা গিয়েছিল পুরোটাই নাকি পূর্বপরিকল্পিত ছিল৷ ম্যাচের পর সেরেনা আরও বললেন, ‘আমি তেত্রিশে দাঁড়িয়ে আর ওর বয়স ৩৫৷ আমি জানি না আদৌ ভবিষ্যতে এরকম মুহূর্ত আর পাব কি না, তাই এটাকে উপভোগ করতে চাই৷’

এদিন হাড্ডাহাড্ডি ম্যাচে সেরেনা প্রথম আটটি পয়েন্টই পরিচিত সার্ভ-রিটার্ন-উইনার খেলেই জিতে নেন৷ এরপর ভেনাসও নিজের জাত চিনিয়ে ম্যাচে ফিরে আসেন৷ প্রথম সেটে ২-২ করে দ্বিতীয় সেটে ৩-২ এগিয়ে যায় সেরনা৷ দ্বিতীয় সেটে ২২টি উইনার মারলেও সেরেনা পাঁচ পয়েন্ট ড্রপ করেন৷ ডাবল-ফল্টের জন্যই ভেনাস ৩-৩ ড্রপ সার্ভ করে ম্যাচ হাতছাড়া করেন৷ কোর্টের ভালোবাসার লড়াই শেষ পর্যন্ত জিতে নিল বোন৷ সেরেনা এই মরশুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছেন৷ উইম্বলডন জিতলেই এ বছরে গ্র্যান্ডস্ল্যামের হ্যাটট্রিক হবে তার৷