
শনিবার ঘটনাস্থলের কাছের আলীনগর গ্রামের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় রফিকুল ইসলামের অস্ত্র ও গুলি উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, ঘটনার পর থেকেই পলাতক রফিকুলকে আটকে তৎপরতা অব্যাহত। সেনাবাহিনী এরই মধ্যে রফিকুলের ব্যবহৃত থ্রি নট থ্রি রাইফেল ও ৮৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের চৌধুরীটিলা আনসার পোস্টে কথা কাটাকাটির এক পর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে পোস্ট কমান্ডার মো. আমির হোসেন (৬০) নিহত হন।
এ ঘটনার পরপরই নিজের থ্রি নট থ্রি রাইফেল ও ৮৪ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায় রফিকুল।