স্বল্পোন্নত দেশের সুবিধা অব্যাহত থাকবে : অর্থমন্ত্রী

SHARE

muhitবাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হলেও স্বল্পোন্নত দেশ হিসেবে যে সব সুবিধা পেয়ে আসছে সেগুলো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল।

সচিবালয়ে বৃহস্পতিবার ভুটানের অর্থমন্ত্রী লিয়ন পো ন্যামগে দর্জির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হলেও এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে জাতিসংঘ। এ প্রক্রিয়াটি শেষ হতে আরও ৩-৪ বছর সময় লাগবে। চূড়ান্ত অনুমোদনের আগে স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো পাবে বাংলাদেশ।