জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফরম পূরণের সময় বেড়েছে

SHARE

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব এবং ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info এবং www.nu.edu.bd থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এই প্রথম ইন্ট্রিগ্রেটেড সফটওয়্যারে ই-ফাইলিং মডিউলের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি দপ্তরের দুটি ফাইলে আজ আর্থিক অনুমোদন দেন। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি পরিচালক মো. মমিনুল ইসলাম ও সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ সেশনে এমএএস, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত ও ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ও গবেষকদের ওরিয়েন্টেশন আগামী ৫ জুলাই সকাল ১১টায় গাজীপুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সব শিক্ষার্থী ও গবেষককে ওরিয়েন্টেশনে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।