শাবিতে উড়ল ফ্লাইং মেশিন

SHARE
sabyশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. মুহম্মদ জাফর ইকবালের অর্থায়নের ড্রোন তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে গবেষণারত শিক্ষার্থী দলটি ‘ফ্লাইং মেশিন’ উড্ডয়ন করেছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ দিকের অংশে উড্ডয়ন করা হয়।
এ সময় গবেষণা দলের তত্ত্বাবধায়ক শাবির ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবাল, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াসমিন হক, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শরিফ মোহাম্মদ শরাফ উদ্দিন, দলটির প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ রেজওযানুল হক নাবিল ও দলের সদস্য পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবি কর্মকার ও মারুফ হোসেন রাহাতসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দলের প্রধান সৈয়দ রেজওযানুল হক নাবিল বলেন, এটিকে এখনো ড্রোন বলা যাবে না। এখানে ড্রোনের জন্য ব্যবহৃত যন্ত্রসমূহ ব্যবহার করা হয়নি।
ড. মুহম্মদ জাফর ইকবালও এটিকে ফ্লাইং মেশিন হিসেবে উল্লেখ করে বলেন, আমরা যে ড্রোন তৈরি করতে চাই সেটি দুর্গম এলাকার ছবি তুলতে পারবে এবং এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাও বৃদ্ধি করা যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর পূর্বে ড্রোন তৈরি করেছে তবে এটাতে নতুন প্রযুক্তির সংযোজন থাকবে।