গ্রিসে সব ব্যাংক বন্ধ

SHARE

eurobank

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) অতিরিক্ত জরুরি তহবিল বৃদ্ধি করতে না চাওয়ায় গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস দেশটির ব্যাংকগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।

এক টেলিভিশন সাক্ষাৎকারে মি. সিপরাস বলেছেন, পুঁজি নিয়ন্ত্রণ করার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

গ্রিসের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আগামী ৭ জুলাই পর্যন্ত দেশটির সব ব্যাংক বন্ধ থাকবে।

তবে সোমবার বিকাল থেকে দেশটির ব্যাংকগুলোর এটিএম বুথ খোলা থাকবে। কিন্তু প্রতিদিন ৬০ ইউরোর বেশি টাকা তোলা যাবে না।

এদিকে দেশটিতে অবস্থানরত বিদেশী পর্যটক এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ টাকা তোলার সীমাবদ্ধতার আওতায় আসবে না। সোমবার দেশটির শেয়ার বাজার বন্ধ থাকবে।