সরকারি স্কুলের জমি ভূমিদস্যুরা দখল করছে

SHARE

mostafizurসারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি এক শ্রেণির লোভী ভূমিদস্যু অবৈধভাবে দখল করে নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

সোমবার সকালে জাতীয় সংসদের ২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা-সম্পত্তি এক শ্রেণির ভূমিলিপ্সু অবৈধভাবে দখল করে নিচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্মারক নং-৩৮.০০৮.০৩৪.০০.০০.০০৬.২০১৩-৯৭, তারিখঃ ২৮ জানুয়ারি ২০১৫ সাল মোতাবেক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখলকৃত জমি পুনরুদ্ধার, সীমানা প্রাচীর নির্মাণ এবং সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো বেশী তৎপর হওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।