ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার

SHARE
dse cseবাজেট ঘোষণার পর অবশেষে ঊর্ধ্বমুখী হলো দেশের শেয়ারবাজার। আজ বুধবার ঢাকা ও চট্টগ্রামের দুই শেয়ারবাজারে লেনদেনের প্রথম ঘণ্টা পর্যন্ত লেনদেনে আসা বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়ে কেনাবেচা হচ্ছে।
 
যদিও গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবসে গত রোববারও বেশিরভাগ শেয়ার ও মূল্যসূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছিল। তবে সে দিন লেনদেনের শুরুর তুলনায় শেষটা ছিল বেশ নিম্নমুখী। পরের দুইদিন সোম ও মঙ্গলবার বড় দরপতন হয়।
 
আজকের লেনদেনের প্রথম ঘণ্টার লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে, সিংহভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি অনেকটাই সীমিত পর্যায়ে রয়েছে। বিশেষত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ থাকা প্রায় সব শেয়ার দরবৃদ্ধির ধারায় রয়েছে। কেবল টানা দুইদিন সার্কিটব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে বৃদ্ধির পর ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির শেয়ার কিছুটা দর হারিয়ে কেনাবেচা হচ্ছে।
 
বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির প্রভাব বাজার মূল্যসূচকেও লক্ষ্য করা যাচ্ছে।
 
সকাল সাড়ে ১০টায় ডিএসই সূচকটি ৪৫১৩.৯৮ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে। লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সকাল সাড়ে ১১টায় সূচকটি গতকালের তুলনায় ৬২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ৪৫৭৬.৩৯ পয়েন্টে অবস্থান করছিল। সূচক বৃদ্ধির হার ১ দশমিক ৩৮ শতাংশ।
এ সময় প্রধান শেয়ারবাজার ডিএসইতে দরবৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছিল ১৯৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বিপরীতে দর হারিয়ে লেনদেন হচ্ছিল ৩২টি এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর।
 
লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান এ শেয়ারবাজারে ১৩৭ কোটি ২৯ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়, যা গতকালের তুলনায় মাত্র আড়াই কোটি টাকা বেশি।
 
দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে প্রথম ঘণ্টার লেনদেন শেষে দরবৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছিল ১০০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বিপরীতে দর হারিয়ে লেনদেন হচ্ছিলো ২৫টি এবং অপরিবর্তিত ছিল ২৬টির দর।
 
বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় এ বাজারের প্রধান মূল্যসূচক সিএসসি-এক্স ৬৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৮৫২৬.৫৩ পয়েন্টে অবস্থান করছিল।
 
এ বাজারে এ সময় পর্যন্ত ১১ কোটি ৭২ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে; যা গতকালের তুলনায় ৩ কোটি টাকা কম।
 
প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছিল এশিয়া ইন্সুরেন্স কোম্পানির শেয়ার। গতকালের তুলনায় ৯ দশমিক ৬৭ শতাংশ দর বেড়ে শেয়ারটি ২০.৪০ টাকা দরে কেনাবেচা হচ্ছিল।
 
দরবৃদ্ধিতে এরপরের অবস্থানে ছিল আইসিবি এমপ্লয়ি প্রথম মিউচুয়াল ফান্ড (৫.৩০ টাকা/ ৮.১৬%), দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড (২৮১.৪০ টাকা/ ৮.০২%), হা-ওয়েল টেক্সটাইল (৩৩.৮০ টাকা/৭.৬৪%), ট্রাস্ট ব্যাংক (২২.২০ টাকা/ ৭.২৪%)।
 
খাতওয়ারি লেনদেনে বরাবরের ন্যায় জ্বালানি ও বিদ্যুৎ খাত এগিয়ে। ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় এ খাতের ১৮ কোম্পানির ২২ কোটি ১২ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়।
 
খাতওয়ারি লেনদেনে এরপরের অবস্থানে ছিল- ওষুধ ও রসায়ন খাত (১৭.২৯ কোটি টাকা), ভ্রমণ ও অবকাশ (১৪.৭৪ কোটি টাকা), প্রকৌশল খাত (১৩.০৮ কোটি টাকা), বিবিধ (১৩.০৬ কোটি টাকা)।
 

একক কোম্পানি হিসেবে সকাল সাড়ে ১১টায় ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ইউনাইটেড এয়ারওয়েজ। লেনদেনের প্রথম ঘণ্টা পর্যন্ত এ কোম্পানির ১৪ কোটি ১৮ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। শেয়ারটি কেনাবেচা হচ্ছিল ১১ টাকায়

এরপরের অবস্থানে ছিল- বেক্সিমকো লিমিটেড (মোট লেনদেন ১২.৪১ কোটি টাকা/বাজার মূল্য ৩৬.৪০ টাকা), ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস (৬.৭৪ কোটি টাকা/ ১৭২ টাকা), হাইডেলবার্গ সিমেন্ট (৫.৭৯ কোটি টাকা/ ৫৫২.৪০ টাকা), খুলনা পাওয়ার (৫.৬৯ কোটি টাকা/ ৭৭.৯০ টাকা)।