দেশের জার্সি গায়ে পরীক্ষায় মেসি-নেইমার

SHARE

messi neimarrত্রিমুকুট জিতে মরশুম শেষ করেছেন বার্সেলোনার দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার৷ এবার পালা দেশের জার্সি গায়ে কোপা আমেরিকার কঠিন লড়াইয়ের নামার৷ বার্সেলোনার হয়ে সব বড় ট্রফি জিতে নিয়েছেন এলএম টেন৷ কিন্তু আর্জেন্টিনার হয়ে ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা ছাড়া ঝুলিতে তেমন কিছু ভরা হয়নি৷ তাই কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর তিনি৷ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে মেসির জন্য গলা ফাটাতে করতে ২০ হাজারেরও বেশি আর্জেন্টিনা সমর্থক চিলি উড়ে যাচ্ছেন৷ গ্রুপ বি-তে উরুগুয়ে, প্যারাগুয়ে ও জামাইকার সঙ্গে রয়েছে ব্রাজিল বিশ্বকাপের রানার্স-আপ দল৷ ১৪ জুন মেসিদের প্রথম প্রতিপক্ষ প্যারাগুয়ে৷ মেসি বলেন, ‘এবার জয়টাই লক্ষ্য হবে৷’

এদিকে, বিশ্বকাপের গ্লানি ভুলে দুঙ্গার তত্ত্বাবধানে নতুন করে শুরু করেছে ব্রাজিল৷ বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ মিলিয়ে টানা ন’টি ম্যাচে জয়ী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ নেইমারের নেতৃত্বে কোপা আমেরিকাতেও দল ভালো পারফর্ম করবে বলে আশাবাদী কোচ দুঙ্গা৷ গ্রুপ সি-তে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার সঙ্গে রয়েছে ব্রাজিল৷ ১৫ তারিখ পেরুর মুখোমুখি হবেন নেইমাররা৷