ছাত্রলীগ নেতার রগ কেটে দিয়েছে ছাত্রশিবির

SHARE

rotসিলেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল উদ্দিনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রশিবির। আহত জালাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

এ ঘটনার প্রতিবাদে শনিবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রশিবিরের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কথা বলতে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী পরিবর্তনকে জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ কার্যালয়ের অদুরে ছাত্রশিবিরের কর্মীরা জালাল উদ্দিনের হাত-পায়ের রগ কেটে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের কয়েক’শ নেতা-কর্মী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

চবি পুলিশ ফাঁড়ির ওসি রফিকুল ইসলাম জানান, সিলেটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ করে। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।