‘ধর্ষণ করতে এলে, জাস্ট খুন করে ফেলুন’

SHARE

bashpiধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচতে কোনও মহিলা যদি সেই অপরাধীকে খুনও করে ফেলেন, তবুও তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে না। এমনকী, এক্ষেত্রে সেই মহিলার নামে অপরাধ মামলাও হবে না। কারণ, আত্মরক্ষার্থেই তিনি খুন করতে বাধ্য হয়েছেন। শনিবার ভারতের রাজধানী শহরে এক অনুষ্ঠানে এ ভাবেই মহিলাদের ভরসা জোগালেন খোদ দিল্লি পুলিশের এসপি বি এস বাস্সী।

মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া এ ধরনের অপারাধের বিরুদ্ধে সবসময়ই কড়া মনোভাব ব্যক্ত করেছেন দিল্লির পুলিশ কমিশনার। শুক্রবার সিরি ফোর্ট অডিটোরিয়ামে স্কুলের ছাত্রীদের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে এসে বাস্সী বলেন, মহিলাদের সুরক্ষায় ক্রাইম এগেনস্ট উওমেন সেলের চারটে স্পেশাল স্কোডায় তৈরি হয়েছে। ওই স্কোয়াড দিল্লি শহরে পেট্রোলিং করবে।

মেয়েদের আত্মরক্ষার প্রাসঙ্গিকতা বলতে গিয়ে, দিল্লির পুলিশ কমিশনার গুরগাঁওয়ে ক্যাবের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া যৌন নিগ্রহের প্রসঙ্গ তোলেন। বাস্সী বলেন, ওই তরুণী আত্মরক্ষার কৌশল জানা থাকলে, সহজেই তা ঠেকাতে পারতেন। তার বক্তব্য, মেয়েরা নিজেকে দুর্বল বলে মনে করার কারণেই রুখে দাঁড়াতে পারেন না।