‘বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

SHARE

bangladesh and india0ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজু বলেছেন, অবৈধ অভিবাসী সমস্যা একটি জাতীয় সমস্যা। বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার আসামে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিজেপির আসাম শাখা রাজ্য থেকে ‘বাংলাদেশি ভাগাও অভিযান’ শুরু করার যে পরিকল্পনা নিয়েছে সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

বার্তা সংস্থা পিটিআই জানায়, কিরন রিজিজু বলেন, “অবৈধ অভিবাসন ইস্যু বিশেষ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তাদের সবার কাছেই উদ্বেগজনক। জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখতে হবে। এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। রাজ্য সরকারের সঙ্গে এ নিয়ে তারা কাজ করবেন।”

তিনি আরও বলেন, তার দল বিজেপি এটিকে রাজনৈতিক সমস্যা হিসাবে দেখছে না, এটি জাতীয় সমস্যা।

এর দু’দিন আগে আসামের বিজেপি এমপি কামাখ্যা প্রসাদ তাসা বলেছেন, রাজ্যে বাংলাদেশি ভাগাও অভিযান শিগগির শুরু হবে।