ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে টেলর, বাদ নারিন

SHARE

দীর্ঘ চারবছর পর আবার ওয়েস্টইন্ডিজের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল পেসার জেরম টেলরের৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা করে নিতে সফল আরেক পেসার কেমার রোচও৷image_84814_0

আগামী ৮ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট৷ নভেম্বর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার কোনও ম্যাচ খেলেছিলেন টেলর৷ কিছুদিন আগেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জ্যামাইকার হয়ে একটি ট্যুর ম্যাচেও খেলেছিলেন তিনি৷ এবার শেষপর্যন্ত জাতীয় দলের ১৩ জনের দলে জায়গা করে নিতে সফর টেলর৷ অন্যদিকে ২৫ বছর বর্ষীয় কেমার রোচ কাঁধের চোট সারিয়ে আবার ওয়েস্টইন্ডিজ টেস্ট দলে ফিরে এসেছেন৷ এই চোটের জন্য গতবছর নভেম্বর মাসে ভারত সফরে খেলতে পারেননি তিনি৷ নাইট রাইডার্স দলের তারকা সুনীল নারিন যেমন আইপিএল সেভেন ফাইনাল খেলার জন্য ক্যারিবিয়ান ক্যাম্পে যোগ দিতে পারেননি৷ তাই প্রথম টেস্টের দলে তাকে যে রাখা হবে না, সেটা মোটামুটি ঠিকই ছিল৷ এদিন দল ঘোষণার পরেও দেখা যাচ্ছে প্রথম টেস্টের দলে নেই নারিন৷ তার জায়গায় খেলানো হবে অফ-স্পিনার শ্যেন শিলিংফোর্ডকে৷- ওয়েবসাইট।