জিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির ১৪ দিনের কর্মসূচি

SHARE

ziya14বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামী ২৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।

নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির প্রথম দিন ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

এছাড়া জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৩০ মে সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন চেয়ারপারসন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) ছিলেন আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে আটক করে পুলিশ। ওই বছরের ২ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।