সালাহ উদ্দিনের অনুপ্রবেশে বিব্রত বিএসএফ

SHARE
shillongবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ কীভাবে এত সহজে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গেলেন, তা নিয়ে বিব্রত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এস কে সিং শিলং টাইমসকে এ তথ্য জানান।

বিএসএফ মেঘালয় রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৪৪০ কিলোমিটার এলাকা পাহাড়া দেয়। কিন্তু এই সীমান্তের অনেক অংশে নিরাপত্তা নড়বড়ে থাকার সুযোগ নিয়ে অনেকে ভারতে অনুপ্রবেশ করে।

এ প্রসঙ্গে এস কে সিং শিলং টাইমসকে বলেন, বিএসএফ জানে না তিনি (সালাহ উদ্দিন) কীভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেলেন। তিনি বলেন, বিএসএফ দীর্ঘ ও অরক্ষিত সীমান্ত পাহারা দেয়। এ সময় সালাহ উদ্দিনের ভারতে অনুপ্রবেশের ঘটনায় কোনো তদন্ত হবে না বলেও জানান তিনি।

শিলং টাইমস-এর প্রতিবেদন:
BSF red faced over Bangla MP’s easy entry
Our Reporter | Thursday, May 14, 2015
SHILLONG: The Border Security Force (BSF) guarding 440 kilometers of Indo-Bangla border in Meghalaya is red faced as to how the top opposition politician from Bangladesh, Salahuddin Ahmed, a former Minister managed to sneak in to India.
Speaking to The Shillong Times, BSF PRO SK Singh asserted that BSF does not know how he must have crossed over to India saying BSF manages a long and porous border with Bangladesh.
The BSF official has also ruled out any inquiry into the incident.
The top opposition politician from Bangladesh who was reported missing since March 10 last surfaced in Pynthorumkhrah locality on Tuesday early morning and Meghalaya police arrested him immediately for entering India without valid documents.
The particular incident has once again raised speculations that there may be gaps along the border which may have been used by Salahuddin Ahmed to cross over to Meghalaya from Bangladesh.
It may be mentioned that border fencing has been completed in the jurisdiction of eight out of nine BSF Companies deployed in the border in Meghalaya.
“Border fencing work is going on in Dawki and Western side and around 55-60 km of border is yet to be fenced,” Singh said.