র‌্যাবের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ আদালতের

SHARE

ব্রাহ্মবাড়িয়ার নবীনগরে ব্যবসায়ী শাহনূর আলমের নিহতের ঘটনায় সাত খুনের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক র‌্যাব কর্মকর_ব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ ৯ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।image_84819_0

বুধবার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার।

নির্যাতনের মাধ্যমে ব্যবসায়ী শাহনূর আলমকে হত্যার অভিযোগ এনে গত রোববার তার ছোট ভাই মেহেদী হাসান আদালতে এ মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী খায়রুল এনাম জানান, আরজি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে সকালে শুনানির পর এ নির্দেশ দেন আদালত।

মামলায় র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিক ও উপপরিদর্শক মো. এনামুল হকের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত পরিচয় র‌্যাব সদস্য। এছাড়া নবীনগরের কৃষ্ণনগরের নজরুল ইসলাম (৫৮) ও আবু তাহের মিয়াকেও (৪৫) মামলায় আসামি করা হয়েছে।

প্রসঙ্গত,  গত ২৯ এপ্রিল নবীনগর উপজেলার বগদহর গ্রামের বাড়ি থেকে শাহনূর আলমকে সাদা পোশাকে র‌্যাব-১৪ এর সদস্যরা আটক করে নিয়ে যান। এরপর ৩১ এপ্রিল একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। পরে ৬ মে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। র‌্যাবের নির্যাতনে শাহনূরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তার স্বজনরা।