লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

SHARE

bsf28লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম  অন্তর ইসলাম (২৭)। সে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী রেলওয়ের সান কলোনী পাড়া এলাকার আমিনুরের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা জানায়, ভোরে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার টেংরাবান্দা সীমান্তের ৮৪৩ নং মেইন পিলার এলাকা দিয়ে উভয় দেশের একদল গুরু ব্যবসায়ী গরু পারাপার করছিল।

এ সময়  ৬৫ বিএসএফের চায়নাবান্দা ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অন্তর ইসলাম নিহত হয়। পরে বিএসএফ নিহতের লাশ টেনে হিচড়ে নিয়ে যায়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মদ ফজলুর রহমান হায়াতী জানান, এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। লাশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।