কুড়িগ্রাম সীমান্তে ১০৫ বোতল মদ আটক

SHARE

bgb mউলিপুর উপজেলার দইখাওয়ার চর সীমান্ত এলাকা থেকে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করেছে দইখাওয়ারচর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। এগুলোর মূল্য ৯১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া উলিপুর উপজেলার কালির আলগারচর সীমান্ত এলাকা থেকে ৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করে বিজিবি, যার মূল্য ৬৬ হাজার টাকা।

দইখাওয়ারচর বিওপির নায়েক সুবেদার মো. ফকির রোকন উদ্দীনের নেতৃত্বে বিশেষ টহল দল বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে।

অন্যদিকে ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল বিওপির বিজিবির নায়েক মো. আকরাম আলীর নেতৃত্বে মাদক পাচার প্রতিরোধ কমিটি বুধবার ভোররাতে অভিযান চালিয়ে কৃষ্ণ নন্দন বকশি নামক এলাকা থেকে ১৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করে, যার মূল্য ২৫ হাজার ৫০০ টাকা।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের পরিচালক মো. জাকির হোসেন জানান, জব্দকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামে জমা করা হয়েছে।