সালাহউদ্দিনের ফিরে আসা দীর্ঘ হতে পারে

SHARE

hasina salauddinস্বামী সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে ভারতে যেতে এখনো ভিসা পাননি হাসিনা আহমেদ। এদিকে পুলিশ তাকে বলেছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে।

বুধবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান হাসিনা আহমেদ।

হাসিনা আহমেদ বলেন, দ্রুত তিনি তার স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভারতে যাওয়ার জন্য ভিসা পাননি। ভিসা পেলে দ্রুত সময়েই তারা ভারতে যাবেন।

মঙ্গলবার স্বামীর খোঁজ পাওয়ার পরই ভারতের দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছিলেন হাসিনা আহমেদ। ভিসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওনারা বলেছেন তারা চেষ্টা করছেন।”

হাসিনা আহমেদ বলেন, “পুলিশ বলেছে, ওনার সঙ্গে পাসপোর্ট নেই। তাই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা দীর্ঘ হতে পারে।”

সালাহউদ্দিনকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন কি না জানতে চাইলে হাসিনা আহমেদ বলেন, “সরকারের সহযোগিতা তো সব সময়ই কামনা করে আসছি। সরকারের সহযোগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়।”

মঙ্গলবার দুপুরে হাসিনা আহমেদ সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।