জিতল বায়ার্ন, ফাইনালে গেল বার্সেলোনা

SHARE
barca13ঘরের মাঠে মুখরক্ষা হলো পেপে গুয়ার্দিওলার।  কিন্তু ফাইনালে যাওয়া থেকে বার্সেলোনাকে আটকাতে পারলেন কোথায়! মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ৩-২ জিতল বায়ার্ন মিউনিখ। কিন্ত প্রথম পর্বে ৩-০ এগিয়ে থাকায় দু’পর্ব মিলিয়ে  ৫-৩ ম্যাচ জিতে নিল বার্সেলোনা।

পেপ গুয়ার্দিওয়ালা নিজেও জানতেন যে, বার্লিনে ফাইনাল খেলতে যাওয়ার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে তার৷না, এবারের মতো আর ইউরোপ সেরা হওয়ার দৌড়ে থাকতে পারল না তার বুন্দেশলিগা জয়ী টিম৷ম্যাচের পর মুলার-লেওয়ানডস্কিদের উদ্দেশ্যে তাই বলে দিলেন, ‘তোমাদের জন্য আমি গর্বিত৷পরের চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবার আগে আমরা সেলিব্রেট করব৷হতাশ হওয়ার কোনও কারণ নেই৷’সত্যিই তো বায়ার্ন বুধবার অ্যালায়েঞ্জ এরিনায় দারুণ ফুটবল খেলল৷ম্যাচটাতো গুয়ার্দিওয়ালার টিমের ফুটবলাররাই জিতল৷কিন্তু লেগের নিয়মে জিতে গেল বার্সেলোনা৷ দুই লেগ মিলিয়ে ৩-৫ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল মেসির টিম৷

ম্যাচের সাত মিনিটেই মেদহি বেনাতিয়ার গোলে এগিয়ে যায় বায়ার্ন৷কিন্তু ১৫ ও ২৯ মিনিটে নেইমারের জোড়া গোলই বার্সেলোনার বার্লিনে যাওয়ার ভাগ্য লিখে দেয়৷নেইমারের দু’টি গোলেই লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির অবদান রয়ে গেল৷নেইমারের প্রথম গোলটায় মেসির ডিফেন্স চেরা পাসে লুইস সুয়ারেজে বল পাঠিয়েছিলেন নেইমারকে। এগিয়ে আসা বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ারকে ফাঁকি দিতে কোনোও সমস্যা পোহাতে হয়নি ব্রাজিলের সুপারস্টারের। নেইমারের দ্বিতীয় গোলটিতে সেই সুয়ারেজই নেইমারকে পাস বাড়িয়েছেলেন৷যা নেইমার বুকে রিসিভ করেই গোলপোস্টে পাঠিয়ে দেন৷

ম্যাচের ৫৯ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান লেওয়ানডস্কি। ডি-বক্সের ঠিক ভেতরে জেভিয়ার ম্যাসচেরানোকে বোকা বানিয়ে বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। এরপর ৭৪ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার৷এ নিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সা। বুধবার জুভেন্তাস ও রিয়ালের মধ্যে জয়ী দলের বিরুদ্ধেই আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে লুইস এনরিকের দল৷লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত মেসিদের৷অসাধারণ সময়ের মধ্যে দিয়ই যাচ্ছে কাতালান ক্লাবটি৷মেসিরা ফাইনালে জিততে পারলে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ঘরে আনতে পারবেন৷সারা বিশ্ব এখন ফাইনালে ‘এল ক্লাসিকো’ই চাইছে৷অর্থাৎ মেসিদের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদেরই দেখতে চাইছেন সকলে৷এখন দেখার রোনাল্ডোর রিয়াল নিজেদের ঘরের মাঠে জুভিদের হারাতে পারেন কী না?