বিআরটিএর ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক শো-কজ, নিরাপত্তা কর্মকর্তা প্রত্যাহার

SHARE

obaidul22কর্তব্যে অবহেলার জন্য বিআরটিএ ইকুরিয়া অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২জন সহকারী পরিচালককে শো-কজ এবং নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএ’র অফিস আকষ্মিক পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রীর সিনিয়র তথ্য অফিসার আবু নাছের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকষ্মিক পরিদর্শনকালে মন্ত্রী বিআরটিএ অফিসের নির্ধারিত এলাকায় প্রায় ৩০ থেকে ৪০জন বহিরাগতদের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন, সহকারী পরিচালক আব্দুস সাত্তার ও আবু আশরাফ সিদ্দিকীকে কর্তব্যে অবহেলার জন্য কারণ দর্শাতে বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশনা দেন।

পাশাপাশি ইকুরিয়া অফিসের নিরাপত্তা কর্মকর্তা বাংলাদেশ আনসারের প্লাটুন কমান্ডার কাউছার আহম্মেদকেও প্রত্যাহারের নির্দেশ দেন।