বিশ্বব্যাংকের পূর্বাভাস সঠিক নয় : পরিকল্পনামন্ত্রী

SHARE

ahomoপরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস সঠিক নয়। এটি সাড়ে ৬ থেকে ৭ শতাংশের মধ্যে হবে।

বিশ্বব্যাংক বুধবার জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য দেন মন্ত্রী।

উল্লেখ্য, টানা হরতাল-অবরোধ, সহিংসতাসহ রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ১৭ হাজার ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই চলতি অর্থবছরে ১ শতাংশ কমে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক।