বুধবার সকালে মেডিকেল কলেজের মুক্তা ছাত্রাবাসের এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএ কিবরিয়া জানান, মঙ্গলবার নববর্ষ পালন নিয়ে মুক্তা ছাত্রাবাসের ছাত্রলীগ কর্মী রফিক ও ফেরদৌস গ্রুপের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। কলেজ অধ্যক্ষ ডা. জাকির হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
তিনি জানান, ওই ঘটনার জেরে বুধবার সকালে আবারও ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে শহীদ, আতিক, ফেরদৌস, মবিনসহ ৮ জন আহত হন।
রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. জাকির হোসেন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।