খড়গহস্ত হতে চলেছে ইউক্রেন

SHARE

ইউক্রেনের প্রশাসন শুক্রবার আবারও ‘বিচ্ছিন্নতাবাদীদের’ প্রতি আরও খড়গহস্ত হওয়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ক্রমশ জোরালোভাবে যুক্ত হচ্ছে রুশ শক্তি।

ইউক্রেনের নির্বাচিত ভাবি রাষ্ট্রপতি পেত্রো প্রোশেঙ্কো বৃহস্পতিবার ইউক্রেনীয় সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায়image_93631_0
জড়িতদের শাস্তি দেয়ার শপথ নিয়েছেন।ঐ হেলিকপ্টার দুর্ঘটনায় এক জেনারেলসহ ১৪জন সামরিক অফিসার নিহত হন।
বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো কোভাল শুক্রবার আরও বহুবারের মতো আবারও জানান, রাশিয়া পূর্বাঞ্চলে ‘বিশেষ অভিযান’ চালাচ্ছে। এবং ইউক্রেনের সামরিক অভিযান ঐ সীমান্ত এলাকাগুলোয় ‘শান্তি ফিরে না আসা’ পর্যন্ত অব্যাহত থাকবে।
পূর্বে রুশপন্থীদের সহায়তায় মূল রুশ সশস্ত্র কর্মীরা যুক্ত কিনা তা নিয়ে ঢাক ঢাক গুড় গুড় থাকলেও এবার প্রকাশ্যে রুশপন্থীদের সহায়তা চালিয়ে যাচ্ছেন রুশ সশস্ত্র কর্মীরা।
এ সংক্রান্ত একাধিক ভিডিও এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
শোনা যাচ্ছে, একসময় রাশিয়া কর্তৃক নির্যাতিত হলেও বর্তমানে রুশপন্থী প্রশাসনের আওতাধীন চেচনিয়ার সশস্ত্র ‘তরুণেরা’ রুশপন্থীদের সঙ্গে যোগ দিচ্ছে।
আবারও পর্যবেক্ষক দল অপহরণ
ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘বিচ্ছিন্নতাবাদি’ অধ্যুষিত অঞ্চলে আবারও ইউরোপীয় সংগঠন অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন ইন ইউরোপ-এর চার সদস্য বিশিষ্ট এক পর্যবেক্ষক দলকে অপহরণ করেছে রুশপন্থীরা।প্রতিষ্ঠানটি জানায় এবারের পর্যবেক্ষকেরা ছিলেন ভিয়েনা ভিত্তিক।