রোনালদোর হ্যাটট্রিকে ৮ গোল আল নাসরের

SHARE

বয়সটা প্রায় ৪০ ছুঁইছুঁই। এ সময়ে যখন অন্যরা বুটজোড়া তুলে রাখে সেখানে ব্যতিক্রম পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনো ছুটে চলছেন অদম্য গতিতে। একসময় ইউরোপীয় লিগে দাপট দেখিয়েছেন এবার দাপট দেখাচ্ছেন সৌদি প্রো লিগে। বয়স বাড়লেও কমেনি পায়ের ধার। আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিকের পরের ম্যাচে গত রাতে আভার বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন রোনালদো। এতে করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে আল নাসর।

মঙ্গলবার (২ এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আভা ক্লাবের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের অর্ধেক সময়েই আভার জালে পাঁচ গোল দেয় আল নাসর। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। ফুটবল ক্যারিয়ারে এটি তার ৬৫তম হ্যাটট্রিক। বাকি গোল গুলো করেন আব্দুল আজিজ আল আলিওয়া করেন জোড়া গোল, একটি করে করেন সাদিও মানে, আল সুলাইহিম ও আব্দুলরহমান গারিব।

৬৫তম হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে আরও পেছনে ফেললেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল উভয়ক্ষেত্রেই হ্যাটট্রিকের দিক দিয়ে পিছিয়ে মেসি। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিক করেছেন। যার মধ্যে ৪৮টি ক্লাবের হয়ে, বাকি ৯টি আর্জেন্টিনার জার্সি গায়ে। অন্যদিকে রোনালদো পর্তুগালের জার্সি গায়ে করেছেন ১০টি হ্যাটট্রিক। বিভিন্ন ক্লাবের জার্সিতে তিন বা তার অধিক গোল করেছেন ৫৫ বার।

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আভার বিপক্ষে প্রথমার্ধের পাঁচটি গোলেই অবদান রাখেন রোনালদো। নিজের হ্যাটট্রিক তুলে নেয়া ছাড়াও বাকি দুই গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করেন পর্তুগিজ মহাতারকা।