ছেলেকে তার জন্মদিনে গাড়ি উপহার দিলেন মাহি

SHARE

ঢাকাই চলচ্চিত্রের আলোচনার শীর্ষে থাকা নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে স্বামীর কাছ থেকে নিয়েছেন ডিভোর্স। বৃহস্পতিবার (২৮ মার্চ) মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল।

ছেলের এই বিশেষ দিনে অভূতপূর্ব এক উপহার দিয়েছেন মাহি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা মাহির এক ভিডিওতে দেখা গেছে, নিজের ছেলের জন্য লাল রঙের একটি গাড়ি কিনেছেন মাহি। ক্যাপশনে মাহি লিখেছেন, আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি। আর ভিডিওতে মা-ছেলে দু’জনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

এই দিন সাবেক স্বামী রকিব সরকারও উপস্থিত ছিলেন মাহি ও তার ছেলের সাথে। বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাদের।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনের দুই বছরে তাদের সংসারে পুত্রসন্তান আসে। কিন্তু সেই ছেলের এক বছর পূর্ণ না হতেই গত ১৬ ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই বিচ্ছেদের কথা আনুষ্ঠানিকভাবে জানান মাহি।