আমার বউ নিরাপদ, কারণ তিনি শাড়ি পরেন: বিজেপি মন্ত্রী

SHARE

dipokহাজার সমালোচনার আবহেও ‘আলটপকা’ মন্তব্য চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। মোবাইলের জন্যই মেয়েরা নষ্ট হচ্ছে বলে বিতর্কে রাজস্থানের বিজেপি বিধায়ক সুন্দর লাল। সাধ্বী প্রাচী, নিরঞ্জন জ্যোতি, সুন্দর লালদের দলে এবার নাম লেখালেন গোয়ার কারখানা ও বয়লার দপ্তরের মন্ত্রী দীপক ধাভালিকার। তার বক্তব্য, যে সব মহিলারা শাড়ি পরেন না, তারাই ইভ টিজিংয়ের শিকার হন।

সম্প্রতি দীপক ধাভালিকারের স্ত্রী একটি সভায় মন্তব্য করেন, পশ্চিমি সংস্কৃতির জন্যই ধর্ষণের ঘটনা বাড়ছে। স্ত্রীকে পুরোদস্তুর সমর্থন করে দীপক ধাভালিকার আরও একধাপ এগিয়ে বললেন, ‘আমার স্ত্রীকে কোনও দিন ইভ টিজিংয়ের শিকার হতে হয়নি। কারণ তিনি শাড়ি পরেন।’ এখানেই ইতি টানেননি বিজেপি মন্ত্রী। তার আরও বক্তব্য, অতীতে নাকি ধর্ষণের ঘটনা খুবই কম ঘটত। পশ্চিমি সংস্কৃতি যখন থেকে ভারতে ঢুকতে শুরু করেছে, ধর্ষণ বেড়ে গিয়েছে।

স্ত্রীয়ের ভূয়সী প্রশংসা করে দীপক বলেন, ‘আমার স্ত্রী সব সময়ই কপালে টিপ ও শাড়ি পরেন। তাই কোনও দিনও ইভ টিজিংয়ের শিকার হননি। এটা সবার বোঝা উচিত। প্রাচীনকালে ধর্ষণের ঘটনা ক্কচিৎ ঘটত। সেকালে মেয়েরা হিন্দু ধর্ম মেনে শাড়ি পরতেন।’