ইরাকে ১৭০০ সেনার গণকবরের সন্ধান

SHARE
iraq7ইরাকের তিকরিত শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে নিহত এক হাজার ৭০০ সেনার সন্দেহভাজন গণকবর পাওয়া গেছে।
গণকবরগুলো তিকরিত শহরে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা ঘাঁটি ক্যাম্প স্পেইসারের কাছে অবস্থিত। দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রাসাদ চত্বরেও কয়েকটি গণকবর পাওয়া গেছে। এরইমধ্যে সেখানে ১‌২টি গণকবর চিহ্নিত করেছে ইরাকের ফরেনসিক বিশেষজ্ঞ দল। খবর- বিবিসি
২০১৪ সালে তিকরিত দখলের পর শহরটিকে নিজেদের সদর দফতর হিসেবে ব্যবহার করে আসছিল আইএস জঙ্গিরা। সম্প্রতি আইএসের হাত থেকে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর গণকবরগুলোর সন্ধান পাওয়া যায়।
তিকরিত দখলের পর গত বছরের জুনে ইন্টারনেটে ওই সেনাদের হত্যার ভিডিও প্রকাশ করে আইএস। আইএসের হাত থেকে বেঁচে যাওয়া সেনারা জানান, জঙ্গি গোষ্ঠিটি সেনাদের ধর্মীয় পরিচয় জানতে চায়। তখন নিজেদেরকে শিয়া মুসলিম হিসেবে পরিচয় দেওয়া সেনাদের হত্যা করে আইএস।
গণকবরে উদ্ধার অভিযান চালানো এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আজই আমরা প্রথম গণকবরটি খুঁড়েছি। এখন পর্যন্ত ২০টির মতো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের প্রাথমিকভাবে স্পেসিয়ার ক্যাম্পে গণহত্যার শিকার বলে মনে হচ্ছে।’
গণকবর থেকে লাশ উদ্ধারের ঘটনাকে ‘হৃদয়বিদারক দৃশ্য’ হিসেবে উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কেউই অশ্রু সংবরণ করতে পারিনি।’
ওই ঘটনায় নিহত সেনাদের অনেকের পরিবারই তাদের বিষয়ে নিশ্চিত করে কিছু জানেন না। তাই তাদের পরিচয় জানতে উদ্ধার করা মরদেহের ডিএনএ টেস্ট করা হবে।