জামায়াতের হরতালেও যান চলাচল স্বাভাবিক

SHARE

hortal7একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বহাল রাখার প্রতিবাদে দেশজুড়ে জামায়াতের ডাকা ‍দুদিনের হরতাল চলছে।

হরতালের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। যান চলাচল রয়েছে স্বাভাবিক। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

সকালে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, শ্যামলী, গাবতলী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, পুরানা পল্টন, গুলিস্তানসহ আশপাশের এলাকার রাস্তাগুলোয় স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে।

গুলিস্তান থেকে কারওয়ান বাজার হয়ে মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মিরপুরগামী বাসগুলোতে অফিসগামীদের ভিড় দেখা গেছে স্বাভাবিক দিনের মতই। কিছু কিছু স্থানে হালকা যানজটেরও সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে রায় বহাল রাখার প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারা দেশে হরতাল ঘোষণা করে দলটি।