শাহজালালে স্বর্ণসহ কেবিন ক্রু আটক

SHARE
goldঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ কুয়েত এয়ারলাইন্সের এক কেবিন ক্রু’কে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা।
আটক আসলাম ওমর ব্লাইন (৪৫) কুয়েত এয়ারলাইন্সের কেইউ ২৮৩ ফ্লাইটের কেবিন ক্রু।
আজ শনিবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ৫৪৮ গ্রাম স্বর্ণসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫ টা ৩০ মিনিটে কুয়েত এয়ারলাইন্সের কেইউ ২৮৩ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এ সময় আনুষ্ঠানিকতা শেষ করে লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই ফ্লাইটের কেবিন ক্রু আসলাম ওমর ব্লাইনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে তার লাগেজ ও শরীরের বিভিন্ন স্থান থেকে ৪টি স্বর্ণবার ও ৮২টি বিভিন্ন প্রকারের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৫৪৮ গ্রাম। মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
এ ব্যাপারে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, আটক ওই কেবিন ক্রু’কে বিমানবন্দর থানায় সোর্পদ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগ বাদী হয়ে তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানি আইনে মামলা করেছে বলে জানান তিনি।