ফিলিস্তিনের মানবাধিকারকর্মী আহেদ তামিমি গ্রেপ্তার

SHARE

ফিলিস্তিনের তরুণ মানবাধিকারকর্মী আহেদ তামিমিকে (২২) গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
আজ সোমবার এ কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, সন্ত্রাসবাদকে উস্কে দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফিলিস্তিনি বিশিষ্ট মানবাধিকারকর্মী আহেদ তামিমিকে।

পশ্চিম তীরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে ‘নবী সালিহ’ শহরে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দেয়ার অভিযোগে আহেদ তামিমিকে গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
২২ বছর বয়সী আহেদ তামিমি ফিলিস্তিনি নারী লেখক ও মানবাধিকারকর্মী।
এর আগে ২০১৭ সালে আহেদ তামিমিকে আটক করা হয়েছিল। ওই সময় তার ছোট ভাইকেও গ্রেপ্তার করা হয়।