জয় হো বয়কটের আহ্বান আলীগড়ের ছাত্র সংগঠনের

SHARE

jaiউত্তর প্রদেশের মুজাফফরনগরে মর্মান্তিক সাম্প্রদায়িক দাঙ্গার পরও সেই রাজ্যটিতে একটি জমকালো স্টেজ শোতে পারফর্ম করায় একটি ছাত্র সংগঠন অভিনেতা সালমান খানের ‘জয় হো’ চলচ্চিত্রটি বয়কট করার আহ্বান জানিয়েছে।

ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত ‘সায়ফেই মহোৎসবে’ যোগ দেবার জন্য সালমান আর মাধুরী দীক্ষিতের কঠোর সমালোচনা করেছে ইয়ুথ ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড হারমনি (ওয়াইআইপিএইচ) নামের ছাত্র সংগঠনটি।

 

ছাত্র সংগঠনটির তরফ থেকে জানান হয়, যেখানে মুজাফফরনগর দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের জন্য উত্তর প্রদেশ সরকার তেমন কিছুই করেনি সেখানে অভিনেতাটির এমন একটি উৎসবে যোগ দেয়াটা দুঃখজনক। পাশাপাশি ওয়াইআইপিএইচ জেএন মেডিকেল কলেজকে সালমানের ২৫ লাখ রুপি অনুদান দেবার উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

 

ওয়াইআইপিএইচ-এর নেতা জসিম মোহাম্মদ বলেছেন এই বছর ‘সায়ফেই মহোৎসবে’ আয়োজন করা উচিত হয়নি মুলায়ম সিং যাদবের আর ‘মানবিক মূল্যবোধের প্রতি কিছুটা হলেও সহমর্মিতা প্রদর্শন’ করে সালমান খান আর মাধুরী দীক্ষিতেরও এই উৎসবে যোগ দেয়া ঠিক হয়নি।

 

তিনি জানিয়েছেন ওয়াইআইপিএইচ ‘জয় হো’ চলচ্চিত্রটি বয়কট করবে এবং তারা অন্যদেরও তাদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানান।