সাবেক শ্রীলঙ্কান স্পিনার গ্রেফতার

SHARE

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে গ্রেফতার হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা খেলোয়াড়দের ফিক্সিংয়ে জড়াতে প্রস্তাব দিয়েছিলেন। অবশ্য তিনি তখন লিগে খেলছিলেন না। ধারনা করা হচ্ছে সে সময় তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন।

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা একাধিক খেলোয়াড়ের সঙ্গে তিনি ম্যাচ পাতানো বিষয়ে যোগাযোগ করেছিলেন। এই তথ্য উদ্ধার করে টুর্নামেন্টের দুর্নীতি-দমন কর্মকর্তারা।
২০১৯ সালে প্রণীত ক্রীড়া অপরাধ দমন আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়। সেনানায়েকেই হচ্ছেন প্রথম কেউ যিনি এই আইনের আওতায় গ্রেফতার হলেন।
গেল মাসে শ্রীলঙ্কার একটি আদালত সেনানায়েকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।