৪৮ ঘণ্টার হরতাল ডাকল ২০ দল

SHARE
hortal30চলমান অবরোধের পাশাপাশি সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রোববার দুপুরে জোটের পক্ষে এক বিবৃতিতে হরতালের এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্যান্য নেতা-কর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দির মুক্তি দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হবে।’
তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দল ও জোটের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।