রাজধানীতে বিকেলে আ.লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

SHARE

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীসহ সারাদেশে পদযাত্রা করছে বিএনপিসহ সমমনা দলগুলো। বিকেলে রাজপথে নামবে ক্ষমতাসীন আওয়ামী লীগও।
মঙ্গলবার বিকেল রাজধানীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে দলটি। ৩টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর সামনে সমাবেশ করবে তারা। এরপর শোভাযাত্রা শুরু হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও সিটি কলেজের সড়ক হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।