টি-টোয়েন্টি সিরিজেও অনিশ্চিত এবাদত

SHARE

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন। রোববার (৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর ইনজুরিতে পড়েন এবাদত। ম্যাচে নিজের ১০ম ওভার শেষ না করেই মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ইনজুরির অবস্থা জানতে এবাদতের এমআরআই করা হবে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, দ্বিতীয় ম্যাচ খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েছেন এবাদত। তার এমআরআই করা হবে। এ মুহূর্তে আমি মনে করি না, তৃতীয় ওয়ানডেতে ওর পক্ষে খেলা সম্ভব।
সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও মিস করতে পারেন তিনি।
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার হয়ে দাঁড়িয়েছে।