ভারী অস্ত্র জমা দিয়ে দিচ্ছে ওয়াগনার বাহিনী: রাশিয়া

SHARE

রুশ সেনাদের সাথে বিদ্রোহের ব্যর্থ চেষ্টা শেষে ভারী সামরিক অস্ত্র রাশিয়া সরকারের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহী ওয়াগনার বাহিনী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার হয়ে রুশ সেনাদের সাথে এতদিন যুদ্ধে অংশ নিয়ে আসছিল তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শনিবার রাশিয়ার ওয়াগনার বাহিনীর বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর আজ থেকে তারা তাদের ভারী সামরিক অস্ত্র রাশিয়া সরকারের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুতি নিচ্ছে।
বিদ্রোহ ঘোষণার পর বিদ্রোহী ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে মামলা করা হয়। তবে আজ রাশিয়ান মিডিয়া এফএসবি নিরাপত্তা পরিষেবার তরফ থেকে জানানো হয়, ওয়াগনার বিদ্রোহীদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা তুলে নেওয়া হয়েছে।
গতকাল রাশিয়ান গণমাধ্যমে দেওয়া একটি ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, যে তারা রাশিয়ান সামরিক বাহিনীতে যোগদান করতে পারে বা তাদের পরিবারের কাছে অথবা বা বেলারুশে যেতে পারে।