স্থগিত করা ১১ মার্চের দাখিল পরীক্ষা হবে ৩ এপ্রিল

SHARE

dakhil examহরতালের কারণে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের স্থগিত হওয়া একটি পরীক্ষার নতুন তারিখ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১১ মার্চের স্থগিত হওয়া উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা আগামী ৩ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত হবে।

শিক্ষা মন্ত্রণায়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী শনিবার এ তথ্য জানান।

অবরোধ-হরতালে চলতি এসএসসি ও সমমানের সবগুলো অর্থাৎ, ১৬ দিনের ৩৬৮টি পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে শুক্র ও শনিবার নেওয়া হচ্ছে।
গত ১১ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও আগামী ৩ এপ্রিল এই পরীক্ষা শেষ হচ্ছে।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা, তত্ত্বীয় পরীক্ষা চলবে থেকে ১১ জুন পর্যন্ত। দাখিলের একটি পরীক্ষা এইচএসসির মধ্যে পড়ল।

গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন জোট। অবরোধ শুরুর কয়েক সপ্তাহ পর থেকে প্রায় দুই মাস শুক্র-শনিবার বাদে লাগাতার হরতাল ডেকেছে তারা।

এসএসসি পরীক্ষা শুরুর আগে অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও হরতাল ডাকায় তা হয়নি। চলতি এসএসসির সবগুলো পরীক্ষাই হরতালের কবলে পড়ে।