এক বছরের জন্য পৃথিবীর বাইরে যাচ্ছেন দুই মহাকাশচারী

SHARE

mohakashchariএক বছরের জন্য মহাকাশে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুজন নভোচারী। স্কট ক্যালি ও মিখাইল করনিয়েঙ্কো নামের এই দুই মহাকাশচারী, আজ কাজাখস্তান থেকে নভোযাত্রা শুরু করবেন।

দীর্ঘ সময় ধরে, মাইক্রো গ্র্যাভিটি বা স্বল্প মাধ্যাকর্ষণ বলের প্রভাবে মানবদেহে কী ধরণের পরিবর্তন হয়, তা নিরীক্ষার জন্য তাদেরকে মহাকাশে পাঠানো হচ্ছে।

পূর্বে যেসব মহাকাশচারীরা অনেক দিন পৃথিবীর বাইরে ছিলেন, তাদের মধ্যে নানা ধরণের দৈহিক সমস্যা দেখা দিয়েছে। এসব ক্ষতিকর প্রভাব উপশম করার জন্য চলছে নানা ধরণের গবেষণা।

বর্তমান প্রকল্পটিও সেই গবেষণার একটি অংশ। মঙ্গলগ্রহে পরিভ্রমণের প্রস্তুতির অংশ হিসাবে এই অভিযান শুরু হচ্ছে।