ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

SHARE

ভারতের গুজরাটে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গুজরাট পুলিশের বিশেষ শাখা স্পেশাল অপারেশন্স গ্রুপ গত কয়েক দিন ধরে আহমেদাবাদের বাপুনগর, ওধাভ, ইশানপুর ও চাণক্যপুরী এলাকায় অভিযান চালিয়ে ওই ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের সবাই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

আহমেদাবাদের পুলিশ কর্মকর্তারা বলেন, ওই বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। এরপর সেখান থেকে আহমেদাবাদ গিয়ে দিনমজুরের কাজ শুরু করেন। তাদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

কয়েক দিন আগেও অবৈধভাবে বসবাসের অভিযোগে আহমেদাবাদ থেকে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ।