দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস

SHARE

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে শুক্রবার বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে যথাযথ মর্যাদায় সামরিক অভ্যর্ত্থনা জানানো হয়েছে। এদিকে তিনি ইউরোপের পূর্বাঞ্চলীয় এ দেশে তার একক সফর শুরু করেছেন।
গত মাসে লন্ডনে চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সদ্য মুকুটধারী রাজাকে স্বাগত জানান। এ সময় গ্রেট ব্রিটেন এবং রোমানিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
রাজাকে লালগালিচা সংবর্ধনা দেওয়ার পর বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যরাসহ প্রায় ৩০০ জন এক সংবর্ধনায় অংশ নেবেন।
ব্রিটেনের রাজা হিসেবে গত ৬ মে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
তবে চার্লস কত দিন রোমানিয়া সফর করবেন সে ব্যাপারে বাকিংহাম প্রাসাদ থেকে কিছু বলা হয়নি।