সিরিয়ায় মর্টার হামলায় নিহত ৩৯

SHARE

সিরিয়ায় শুক্রবার মর্টার বোমা হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাসির আল আসাদের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ার সময় বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়।

 image_92588_0.gif
সিরিয়ার সরকারি টেলিভিশনের বরাত দিয়ে সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, ঘটনার দিন আসাদের সমর্থকরা দেশের দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে একটি তাবুতে প্রেসিডেন্টের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হামলাটি চালানো হয। এতে শিশুসহ ৩৯ জন নিহত হন। আহত হয়েছেন আরো বহু মানুষ।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউমেন রাইটস বৃহস্পতিবারের ওই হামলায় ২১ জন নিহত এবং আরো ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।
দেরা শহর থেকে এক বিদ্রোহী নেতা এপিকে বলেছেন, ফ্রি সিরিয়ান আর্মি সরকার নিয়ন্ত্রিত এলাকায় ওই হামলা চালিয়েছে। হামলার সময় তাবুতে প্রায় একশ জন লোক অবস্থান করছিল। তবে হামলা চালানোর আগে বিদ্রোহীরা সাধারণ লোকজনকে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
সিরিয়ায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এটিই হচ্ছে প্রথম হামলা।
হামলার পর দেরার গভর্ণর মোহাম্মদ আল-হানুস সরকারি টেলিভিশনকে বলেছেন, এ ধরণের সন্ত্রাসী হামলা চালিয়ে তারা সিরিয়ার আসন্ন নির্বাচন বানচান করতে পারবে না।