সৌদির ক্লাব আল হিলালে যাচ্ছেন মেসি

SHARE

লিওনেল মেসির পিএসজি অধ্যায় যখন সমাপ্তির পথে। তখন আল হিলালে তার চুক্তি নিয়ে নানামুখী আলোচনা চলছে। এবার অবশ্য নির্ভরযোগ্য তথ্যের দাবি করেছে বার্তা সংস্থা এএফপি। তারা বলেছে, সৌদি ক্লাব আল হিলালে বড় অঙ্কের চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ীর খেলার নিশ্চয়তাও দিচ্ছে তারা। তেমনটা হলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হচ্ছে তার। সৌদি আরবে পর্তুগিজ যুবরাজ খেলছেন আল নাসরে।
বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য দিয়েছেন চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একজন। নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র বলেছেন, ‘মেসি চুক্তি সেরে ফেলেছেন। আগামী মৌসুমে সৌদি আরবেই তিনি খেলবেন।’
তবে চুক্তির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি। শুধু বলেছেন, ‘বলতে পারেন চুক্তিটা ব্যতিক্রমী। অনেক বড়। আমরা এখন ছোট কিছু বিষয় চূড়ান্ত করার পর্যায়ে।’
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল পিএসজির। তারা শুধু বলেছে, মেসি এখনো ফরাসি ক্লাবটিতেই চুক্তিবদ্ধ আছেন। যার মেয়াদ ৩০ জুন পর্যন্ত।
পিএসজির আরেকটি সূত্র আবার বলেছে, ‘তার চুক্তি নবায়নের ইচ্ছা থাকলে সেটা আগেই হয়ে যেত।’