সংলাপের বিষয়ে সরকার এখন ভাবছে না

SHARE

hanif14সংলাপের বিষয়ে সরকার এখন ভাবছে না বলে মন্তব্য করেছেন আ’গের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ কুষ্টিয়ার নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, রক্তের দাগ যাদের হাতে, তাদের সাথে সংলাপে বসার আগ্রহ নেই সরকারের। এই মুহুর্তে সরকার এটি ভাবছে না।

সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজের বিষয়ে হানিফ বলেন, কোন ব্যক্তি যদি নিখোঁজ হয় তাকে খুঁজে বের করা সকলের দায়িত্ব। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবার, তার সাথে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব তথ্য প্রমাণ দিয়ে সরকারকে সহায়তা করা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে বের করার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকার দেশের স্বার্থে সংলাপের মাধ্যমে বর্তমান সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এগিয়ে আসবে বলে আশা করে বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু’র এমন দাবি সর্ম্পকে মাহবুব বলেন, কে কি আশা করে, সেটা নিয়ে কিছু বলার নেই।

এসময় কুষ্টিয়া জেলা আ’লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিল।