ভারতে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

SHARE

ভারতে বাড়ির ওপর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৮ মে) সকালে রাজস্থানের হনুমানগড়ের পিলিবাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই গ্রামবাসী।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দিয়েছিলেন। এর ফলে তিনি নিরাপদ রয়েছেন। তবে সামান্য আহত হয়েছেন।

টুইটারে ভারতীয় বিমানবাহিনী এক পোস্টে জানায়, ‘সোমবার সকালে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে সুরাতগড়ের কাছে আইএএফের একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে বের হতে পেরেছেন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, হতাহত এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালিয়েছেন এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন। সূত্র : এনডিটিভি, টাইসম অব ইন্ডিয়া