এল নিনোর জন্য বিশ্বের প্রস্তুত হওয়া উচিত : জাতিসংঘ

SHARE

জাতিসংঘ বুধবার সতর্ক করেছে, এল নিনোর প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি আগামী মাসগুলোতে আরও বিবর্তিত হবে, যা উচ্চ বৈশ্বিক তাপমাত্রা এবং সম্ভবত নতুন তাপের রেকর্ড ৃসৃষ্টি করবে।
‘বিশ্বকে এল নিনোর প্রভাব থেকে উত্তরণের জন্য প্রস্তুত করা উচিত’ এ কথা উল্লেখ করে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান পেটেরি তালাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘এল নিনোর প্রভাব সম্ভবত বৈশ্বিক উত্তাপের রেকর্ড ভেঙ্গে একটি নতুন উচ্চতার দিকে নিয়ে যাবে।’