একাই লড়লেন রাহুল, ১৫৯ রানে থামলো লখনৌ

SHARE

ওপেনিংয়ে নেমে অধিনায়ক লোকেশ রাহুল একাই লড়ে গেলেন ইনিংসের প্রায় শেষ ভাগ পর্যন্ত। বাকিরা কেউই তেমন কিছু করতে পারলেন না। রাহুলের ৭৪ রানের ইনিংসের পরও ৮ উইকেটে ১৫৯-এই থেমে গেছে লখনৌ সুপার জায়ান্টস। অর্থাৎ জিততে হলে পাঞ্জাব কিংসকে করতে হবে ১৬০।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন দুই ওপেনার লোকেশ রাহুল আর কাইল মায়ার্স। ৪৬ বলে তারা গড়েন ৫৩ রানের জুটি। অষ্টম ওভারে মায়ার্স আউট হন ২৩ বলে ২৯ করে। পরের ওভারে দীপক হুদা ২ রানে সাজঘরে ফেরেন।

এরপর ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়েন রাহুল। ১৫তম ওভারে জোড়া আঘাত কাগিসো রাবাদার। ক্রুনাল পান্ডিয়া ১৭ বলে ১৮ আর নিকোলাস পুরান ফেরেন গোল্ডেন ডাকে (১ বলে ০)।

মার্কাস স্টয়নিসও সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি (১১ বলে ১৫)। সতীর্থদের এই আসা যাওয়ার মধ্যে একটি প্রান্ত ধরে রেখেছিলেন লোকেশ রাহুল।

ইনিংসের ৮ বল বাকি থাকতে তিনিও আউট হয়ে যান। ৫৬ বলে ৮ চার আর ১ ছক্কায় রাহুলের ইনিংসটি ছিল ৭৪ রানের। এরপর কৃষ্ণাপ্পা গৌতমকে কায়াল মায়ার্সের বদলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামালেও পুঁজিটা বড় হয়নি লখনৌর। গৌতম করেন ১ রান।

পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান তিনটি আর কাগিসো রাবাদা নেন দুটি উইকেট।