স্বর্ণের দর কমলো

SHARE

শিগগিরই আনুষ্ঠানিকভাবে নন-ফার্ম পে-রোল রিপোর্ট প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির মুদ্রা ডলারের দাম বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে সরে আসবে কি না, সেই বিষয়ে স্পষ্ট ধারণা চেয়েছেন বিনিয়োগকারীরা। স্বর্ণের দরপতনের এটিও অন্যতম কারণ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০১৪ ডলার ৭৯ সেন্টে। এর আগে বেঞ্চমার্কটির ব্যাপক দাম বাড়ে। প্রায় ১ বছরের মধ্যে সর্বোচ্চে ওঠে। আউন্সপ্রতি মূল্য দাঁড়ায় ২০২০ ডলার ০৪ সেন্টে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যও নিম্নমুখী হয়েছে।প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ২০৩৪ ডলার ৭০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ২০৩৮ ডলার ৩০ সেন্টে।
এদিন ডলার সূচক বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে বুলিয়ন কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।
অনানুষ্ঠানিকভাবে প্রকাশিত এ উপাত্তে দেখা গেছে, গত মার্চে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে চাকরি কম হয়েছে আবেদনকারীদের। কারণ, দেশটির শ্রমবাজারে কর্মী চাহিদা কম ছিল।
যাদের চাকরি হয়েছে, তাদের বেতনও কম ধরা হয়েছে। গত ৩ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ফলে স্পষ্ট হয়েছে, মার্কিন অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। ফলে সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেড।