আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

SHARE

যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের ব্যাংকখাতে অস্থিরতা দেখা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়ে যায় স্বর্ণের দাম। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ বুধবার (২৯ মার্চ) বিশ্ব বাজারে আবারও কিছুটা কমেছে এই সোনালি ধাতুর মূল্য।
ব্যাংক খাতের অস্থিরতা দেখা দেওয়ার পর বিনিয়োগকারীরা স্বর্ণের বাজারে বিনিয়োগ শুরু করেন। হঠাৎ চাহিদা বাড়ায় স্বর্ণের দামও তর তর করে বাড়তে থাকে।
রয়টার্স জানিয়েছে, বুধবার স্পট গোল্ড প্রতি আউন্স ১ হাজার ৯৬১ দশমিক ৮০ ডলারে বেঁচা-কেনা হয়েছে। যা গত দিনের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ কম। এর আগের দিন অবশ্য দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
অপর দিকে বুধবার ফিউচার গোল্ড প্রতি আউন্স বেচাকেনা হয়েছে ১ হাজার ৯৬৩ দশমিক ১০ ডলারে। যা গত দিনের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ কম।
খবর রয়টার্স