পাকিস্তানকে সিরিজ হারের লজ্জা দিয়েছে আফগানিস্তান

SHARE

পাকিস্তানের বিপক্ষে কোনো ফরম্যাটের ক্রিকেটে আফগানিস্তানের ছিল না জয়। ২৪ মার্চ সারজায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে সেই ইতিহাস রচনা করেছে রশিদ খানের দল।
৪৮ ঘন্টা পর একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো পড়শি দেশের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ জয়ের উৎসব করেছে।
রোবরার রাতে শুরুতেই সারজায় পাকিস্তানকে ব্যাকফুটে নামিয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকী। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে সিয়াম আইয়ুবকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন (০)। পরের বলে আবদুল্লাহ শফিককে ফিরিয়ে দিয়েছেন এলবিডাব্লুউতে। স্কোরশিটে রান ওঠার আগে ২ উইকেট হারিযে বিপর্যস্ত পাকিস্তানের স্কোর এক পর্যায়ে ছিল ৬৩/৫।
সেখান থেকে ৬ষ্ঠ উইকেট জুটিতে ইমাদ ওয়াসিম-সাদাব খান ৫৪ বলে ৬৭ রান যোগ করলে চ্যালেঞ্জিং স্কোর পায় (১৩০/৬) পাকিস্তান। ইমাদ ওয়াসিম ৫৭ বলে ৩ চার, ২ছক্কায় ৬৪ রানে ছিলেন অপরাজিত।সাদাব থেমেছেন ৩২ রানে।প্রথম তিন বলে ২ উইকেট নেয়া ফজলহক আর কোনো উইকেট পাননি (২/১৯)। লেগ স্পিনার রশিদ খান ছিলেন মিতব্যয়ী বোলার (৪-০-১৬-১)।
১৩১ রানের টার্গেটে নেমে ব্যাটিং পাওয়ার প্লে-তে (৪৫/১) জয়ের আবহ পেয়েছে আফগানিস্তান। দ্বিতীয় উইকেট জুটির ৬৯ বলে ৫৬ এবং অবিচ্ছিন্ন ৪র্থ উইকেট জুটির ১৫ বলে ৩১ রানে ১ বল হাতে রেখে ৭ উইকেট জিতেছে আফগানিস্তান।
শেষ ১২ বলে ২২ রানের চ্যালেঞ্জটা পাড়ি দিয়েছে আফগানিস্তান ১৯তম ওভারে নাসিম শাহ’কে ২টি ছক্কা মেরে। ওই ওভারে নাসিম শাহ’র খরচা ১৭ রান আফগানিস্তানের জয়ে হয়েছে সহায়ক।
শেষ ৬ বলে ৫ রানের টার্গেট নিয়ে আর ভাবতে হয়নি। জামানকে নাজিবুল্লাহ জাদরান থার্ডম্যান দিয়ে বাউন্ডারি শটে সিরিজ নিশ্চিত করেছেন।গুরবাজ ৪৯ বলে ৪৪, ইব্রাহিম জাদরান ৪০ বলে ৩৮ রান করেছেন। নাজিবুল্লাহ জাদরান ১২ বলে ২৩ এবং নবী ৯ বলে ১৪ রানে ছিেলেন অপরাজিত।
এই সিরিজকে হালকাভাবে দেখে ক্ষতিটা হয়েছে পাকিস্তানের। সেরা ২ ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহীন শাহ আফ্রিদিকে ছাড়া সারজায় সিরিজ খেলতে এসে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জা পেতে হলো পাকিস্তানকে।
পাকিস্তান : ১৩০/৬ (২০.০ ওভারে)
আফগানিস্তান : ১৩৩/৩ (১৯.৫ ওভারে)
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : ফজলহক ফারুকী (আফগানিস্তান)।